ধান কাটার মেশিনের দাম কত? হারভেস্টার মেশিন ২০২৩

5/5 - (1 vote)

ধান কাটার মেশিনের দাম কত ২০২৩ – দিন দিন প্রযুক্তি যত উন্নতি হচ্ছে মানুষের কাজ তত সহজ হয়ে যাচ্ছে। কৃষি ক্ষেত্রে এর প্রভাব বিদ্যমান। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ধান কাটা মেশিন পাওয়া যায়। এই মেশিনের সাহায্যে মাত্র ১ ঘন্টায় কয়েক বিঘা জমির ধান কাটা সম্ভব। 

বাজারে বিভিন্ন রকমের ধান কাটার মেশিন পাওয়া যায়। এই মেশিনগুলোর দাম ২০ লাখ থেকে শুরু করে ৩০ লাখ পর্যন্তু হয়ে থাকে। তবে যাদের ফসল উৎপাদন কম, তাদের জন্য রয়েছে মিনি বা হাতে ধান কাটার মেশিন। এই মেশিনের দাম কম।

আজকের পোষ্টে ধান কাটার মেশিন এর নাম, দামসহ বিস্তারিত আলোচনা করবো।

বাংলাদেশে ধান কাটার মেশিনের দাম কত ২০২৩

বর্তমানে বাংলাদেশে কৃষি কাজে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পেয়েছে। জমির মাটি পরীক্ষা করা থেকে শুরু করে জমি চাষ দেওয়া, বীজ বপন করা, ঔষধ বা কীটনাশক দেওয়া, ফসল কাটা বা তোলা, আটি বাধা এমনি ফসল‌ মাড়াই করা সকল কাজেই আধুনিক মেশিন ব্যবহার করা হয়।

বাজারে বিভিন্ন কম্পানীর ধান কাটা মেশিন পাওয়া যায়। এসব মেশিনের দাম বিভিন্ন রকমের হয়। কিছু ধান কাটা মেশিনের দাম মাত্র ১৪,০০০ টাকা, আবার কিছু মেশিনের দাম মাত্র ২২,৩৫০‌ টাকা। এছাড়াও মিনি মেশিন পাওয়া যায়, যার দাম একটু কম।

ধান কাটার মেশিনের দাম কত

ধান কাটার মেশিনের দাম কত

বর্তমানে বাজারে কয়েক ধরনের ধান কাটা মেশিন পাওয়া যায়। নিম্নে উন্নতমানের ধান কাটা মেশিনের দাম ও বিবরন দেওয়া হলো:

2-Stroke Paddy Rice Cutting Machine | ধান‌ কাটার মেশিনের দাম কত

ধান কাটার মেশিনের দাম কত

এই ধান কাটার মেশিনের বিবরন নিচেই দেওয়া হলো:

  • ধান কাটার মেশিন দাম: ১৪,০০০ টাকা।
  • ধান কাটার মেশিন মডেল: 1F0589 ইন্জিন
  • স্ট্রোক ডিসপ্লেসমেন্ট: 2 – 43cc
  • স্ট্যান্ডার্ড পাওয়ার: 1.6kw / 10000rpm
  • জ্বালানী অনুপাত: 1200ml
  • জ্বালানী ক্ষমতা: 600ml
  • নেট ওজন: 12kg

Paddy Rice Cutting Machine | ধান কাটার মেশিনের দাম কত

Paddy Rice Cutting Machine একটি উন্নতমানের ধান কাটার মেশিন। এই মেশিন দাম কম। ফলে মার্কেটে এর চাহিদা অনেক বেশি। আপনি যদি নিজের জমির ধান কাটতে চান, তাহলে এই মেশিনটি কিনতে পারেন।

এই ধান কাটার মেশিনের বিবরন নিচেই দেওয়া হলো:

  • ধান কাটার মেশিন দাম: ১৫,৯০০ টাকা।
  • ধান কাটার মেশিন মডেল: 1E40F-5B ইন্জিন
  • স্ট্রোক ডিসপ্লেসমেন্ট: 4 – 53cc
  • স্ট্যান্ডার্ড পাওয়ার: 1.3kw / 6500rpm
  • জ্বালানী অনুপাত: 25.1
  • জ্বালানী ক্ষমতা: 900ml
  • নেট ওজন: 8.5 kg

Paddy Cutting 1.3 HP Machine | ধান‌ কাটার মেশিনের দাম কত

ধান কাটার মেশিনের দাম কত 2023

  • ধান কাটার মেশিনের দাম: ১৯,৯০০ টাকা
  • ধান কাটা মেশিনের মডেল: Rice Harvester 1.3 HP Machine
  • ধরন: ধান কাটার যন্ত্র
  • হর্সপাওয়ার: 1.3kw
  • নেট ওজন: 9kg

Stroke China Paddy Rice Cutting Machine | ধান কাটার মেশিনের দাম কত

আপনার বাজেটটা যদি একটু বাড়াতে পারেন তাহলে‌ Stroke China Paddy Rice Cutting Machine টি কিনতে পারেন। কম দামি ধান কাটার মেশিনের মধ্যে এটি তুলনামূলক ভালো।

এই ধান কাটার মেশিনের বিবরন নিচেই দেওয়া হলো:

  • ধান কাটার মেশিন দাম: ২২,৩৫০ টাকা।
  • ধান কাটার মেশিন মডেল: 5E40F-5B ইন্জিন
  • স্ট্রোক ডিসপ্লেসমেন্ট: 2 – 53cc
  • স্ট্যান্ডার্ড পাওয়ার: 1.3kw / 6500rpm
  • জ্বালানী অনুপাত: 25:1
  • জ্বালানী ক্ষমতা: 900ml
  • জ্বালানী: পেট্রোল চালিত
  • নেট ওজন: 8kg

ধান কাটার মেশিন এর নাম কি

বর্তমান বাজারে ধান কাটা মেশিনের ব্যাপক চাহিদা রয়েছে। এজন্য বাজারে বিভিন্ন ধরনের ধান কাটা মেশিন পাওয়া যায়। নিম্নে ধান কাটার মেশিন এর নাম দেওয়া হলো:

  • জাপানি ব্রান্ডের ধান কাটার মেশিন
  • চায়না ধান কাটার মেশিন
  • হারভেস্টার ধান কাটার মেশিন
  • সি আই ধান কাটার মেশিন
  • মিনি ধান কাটার মেশিন

জাপানি ব্রান্ডের ধান কাটার মেশিনের দাম কত

জাপানি ইয়ামাহা কম্পানীর হারভেস্টার ধান কাটার মেশিন খুবই শক্তিশালী এবং টেকসয়। এজন্য জাপানি ব্রান্ডের ধান কাটার মেশিন খুবই জনপ্রিয়। বাংলাদেশে যেসব জাপানি ব্রান্ডের ধান কাটার মেশিন পাওয়া যায়‌ তার দাম ২৮ লাখ থেকে ৩০ লাখের মধ্যে। ফসল কাটার জন্য এই মেশিনগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।

চায়না ধান কাটার মেশিনের দাম কত

প্রযুক্তিতে চায়না অন্য সবার থেকে এগিয়ে। তারা উন্নতমানের ধান কাটার মেশিন তৈরী করেছে। তাদের তৈরী ধান কাটার মেশিনের দাম প্রায় ২০ লক্ষ টাকা। তবে অনেক সময় এর থেকে বেশি দামেও বিক্রি করা হয়।

হারভেস্টার ধান কাটার মেশিনের দাম কত

হারভেস্টার ধান কাটার মেশিনের দাম ২৫ লাখ টাকা থেকে শুরু করে ৩৬ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।

হারভেস্টার ধান কাটার মেশিন অন্য মেশিনের তুলনায় কম আমদানি করা হয়। কিন্তু এই মেশিনের ধান কাটার সক্ষমতা অনেক বেশি। নিম্নে হারভেস্টার ধান কাটার মেশিনের বৈশিষ্ট‌ দেওয়া হলো:

  • ঘন্টায় ৩/৪ বিঘা জমির দান কাটতে সক্ষম
  • প্রতি ঘন্টায় জ্বালানী খরচ হয় ৪ লিটার
  • এই মেশিন দিয়ে ধান কাটার সময় তুলনামূলক কম ফসল‌ নষ্ট হয়
  • যেসব জমির মাঝে আইল দেওয়া হয়, সেসব জমিকে খন্ড জমি ছোট জমি বলা হয়। এসব জমিতে হারভেস্টার ধান কাটার মেশিন ব্যবহার যোগ্য নয়।

এছাড়াও এই হারভেস্টার ধান কাটার মেশিনের দাম বেশি হ‌ওয়ায় ছোট কৃষকরা ক্রয় করতে চায় না।

ইয়ানমার হারভেস্টার AG600 দাম কত

ইয়ানমার হারভেস্টার AG600 মডেলের ধান কাটার মেশিনটি খুবই শক্তিশালী ও টেকসয়। এজন্য এই কৃষকদের কাছে খুবই জনপ্রিয়।

নিম্নে এই ধান কাটার মেশিনের বিবরন নিচেই দেওয়া হলো:

  • ধান কাটার মেশিন দাম: ৩৬,০০,০০০ টাকা।
  • ধান কাটার মেশিন: 6টি বিশেষ সেন্সর রয়েছে যা ইঞ্জিন ভাঙ্গন প্রতিরোধ করে।
  • জ্বালানী: L 7-8 (ডিজেল)
  • হর্সপাওয়ার: 69
  • ওজন: 600kg

এ সি আই ধান কাটার মেশিন দাম কত

এ সি আই ধান কাটার মেশিনগুলো বেশ জনপ্রিয়। আপনি‌ নিজের জমির ধান কাটার পাশাপাশি অন্যের জমির ধান কেটে টাকা ইনকাম করতে পারবেন। কেননা এই মেশিনগুলো অনেক টেকসয় এবং তেল কম লাগে। ফলে আপনার লাভের পরিমাণ বৃদ্ধি পাবে।

নিম্নে এ সি আই ধান কাটার মেশিনের বিবরন দেওয়া হলো:

ACI Yanmar Combine Harvester AG600GA

এসিআই ধান কাটার মেশিনের দাম কত

নিম্নে এই ধান কাটার মেশিনের বিবরন নিচেই দেওয়া হলো:

  • ধান কাটার মেশিন দাম: ৩৯,০০,০০০ টাকা।
  • ধান কাটার মেশিন মডেল: 4TNV98-ZCNRC2C ইন্জিন
  • স্ট্রোক ডিসপ্লেসমেন্ট: 4 – 3,318cc
  • স্ট্যান্ডার্ড পাওয়ার: 51.5kw / 2500rpm
  • জ্বালানী: L67 (ডিজেল)
  • ওজন: 2915kg

ACI LOVOL RG108 PLUS

ACI LOVOL RG108 PLUS ধান কাটার মেশিনটি এসিআই কম্পানীর অন্যতম একটি মেশিন। এটি খুবই শক্তিশালী এবং সাশ্রয়ী। নিজের জমির ধান কাটার পাশাপাশি আপনি অন্যের জমির ধান কেটে মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন।

নিম্নে এই ধান কাটার মেশিনের বিবরন নিচেই দেওয়া হলো:

  • ধান কাটার মেশিন দাম: ৩২,০০,০০০ টাকা।
  • ধান কাটার মেশিন মডেল: Doosan ইন্জিন
  • স্ট্রোক ডিসপ্লেসমেন্ট: 4 ওয়াটার কুল
  • স্ট্যান্ডার্ড পাওয়ার: 73.5kw / 2400rpm
  • জ্বালানী: L73 (ডিজেল)
  • ওজন: 3000kg

ACI Yanmar YH700

এসিআই ধান কাটার মেশিনের দাম কত 2023

নিম্নে এই ধান কাটার মেশিনের বিবরন নিচেই দেওয়া হলো:

  • ধান কাটার মেশিন দাম: ৪০,০০,০০০ টাকা।
  • ধান কাটার মেশিন মডেল: 4TNV98‌ ইন্জিন
  • স্ট্রোক ডিসপ্লেসমেন্ট: 4 – 3,318cc
  • স্ট্যান্ডার্ড পাওয়ার: 51.5kw / 2500rpm
  • জ্বালানী: L115 (ডিজেল)
  • ওজন: 3313kg

মিনি ধান কাটার মেশিন

সবার পক্ষে লাখ টাকা দিয়ে ধান কাটা মেশিন কেনা সম্ভব না। এজন্য অনেকেই মিনি ধান কাটার মেশিন কিনতে চান। ছোট জমির ধান কাটার জন্য এই মেশিন অন্যতম। এছাড়াও অন্য মেশিনের তুলনায় মিনি ধান কাটার মেশিনের দাম কম। এজন্য এই মেশিনগুলোর চাহিদা অনেক বেশি।

বিদেশ থেকে আমদানী করার ফলে একটি মিনি ধান কাটা মেশিনের দাম ১ লাখ ৭০ হাজার টাকা। তবে আপনি যদি এই মেশিন উপজেলা কৃষি অফিস থেকে সংগ্রহ করেন, তবে এর দাম পরবে ১৫ থেকে ২৮ হাজার টাকা

ধান কাটার মেশিন কোথায় পাওয়া যাবে

আপনারা অনেকেই বুঝতে পারেন না ধান কাটার মেশিন কোথায় পাওয়া যায়। তাদের জন্য বলছি, আপনি এমন শোরুমে যোগাযোগ করবেন যেখানে কৃষি যন্ত্রপাতি বিক্রি করা হয়। অথবা আপনার উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। আশা করছি আপনার পছন্দের মেশিনটি পেয়ে যাবেন।

এছাড়াও অনলাইনে অনেক প্লাটফরম আছে, যাদের হোম ডেলিভারী করে থাকে। আপনি চাইলে তাদের থেকে ক্রয় করতে পারবেন। তবে উপজেলা কৃষি অফিস থেকে সংগ্রহ করা অধিক উত্তম।

ধান কাটার মেশিন সম্পর্কে আমার মন্তব্য

ধান কাটার মেশিন দিয়ে কম সময়ে অনেক জমির ফসল কাটতে পারবেন। ফলে আপনার পরিশ্রম কম হবে, পাশাপাশি খরচ‌ও কম হবে। অন্যের জমির ফসল কাটার জন্য হারভেস্টারের মেশিন কিনতে পারেন। এতে আপনি একদিনে অনেক জমির ফসল কাটতে পারবেন।

তবে যারা নিজের জমি বা ছোট জমির ফসল কাটতে চান তারা মিনি ধান কাটার মেশিন কিনতে পারেন। এই মেশিন অনেক কম দামে পেয়ে যাবেন।

উপরে ধান কাটার মেশিনের দাম ও বিবরন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আপনি উপকৃত হবেন। ধান কাটার মেশিন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Comment