১০০% ঘুম আসবেই: ঘুমের ঔষধের নাম ও দাম

5/5 - (1 vote)

টেনশন বা অসুস্থতার জন্য ঘুমাতে পারেন না এমন অনেকেই ঘুমের ঔষধের নাম কি তা জানতে চান। আজকের এই পোস্টে আপনাদের সাথে ঘুমের ঔষধের নাম কি এবং ঘুমের ঔষধের দাম কত টাকা এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

আপনি যদি ঘুমের ঔষধ কিনতে চান কিন্তু ঔষধের নাম জানেন না, কিংবা ঘুমের ঔষধের দাম কত টাকা বাংলাদেশে জানেন না, তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। ডাক্তাররা যেসব ঘুমের ঔষধ সেবন করার জন্য বলে থাকেন, এমন কিছু ঔষধের নাম বিভিন্ন ওয়েবসাইট থেকে সেগুলোর দাম সহ সংগ্রহ করে আপনাদের সাথে আজ শেয়ার করবো। চলুন, শুরু করা যাক।

ঘুমের ঔষধের নাম কি

ঘুমের ঔষধের নাম ও দাম

বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন ডোজের ঘুমের ঔষধের নাম রয়েছে। রোগী অনুযায়ী ঘুমের ঔষধ খেতে হয়। কারও জন্য কম ডোজের ঔষধ লাগে, আবার কারও জন্য বেশি ডোজের ঔষধ লাগে। এছাড়াও, দামের উপর ভিত্তি করেও ঘুমের ঔষধের মাঝে পার্থক্য থাকে। বাজারে বিভিন্ন ফার্মেসীতে গেলেই ঘুমের ঔষধ কিনতে পারবেন। কোন ঔষধের দাম কত টাকা এবং এসব ঘুমের ঔষধ নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে শেয়ার করেছি। চলুন, জেনে নেই।

ঘুমের ঔষধের নামের তালিকা

অনেকেই হাই পাওয়ার ঘুমের ঔষধের নাম কি, গভীর ঘুমের ঔষধের নাম কি, সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম কি, দ্রুত ঘুমের ঔষধের নাম কি এসব বিষয় জানতে চান। আপনাদের সমস্যা সমাধান করার জন্য ইন্টারনেট থেকে সংগৃহীত সবচেয়ে ভালো ঘুমের ঔষধের নাম কি এবং এসব ঔষধের দাম কত টাকা তা নিচে তালিকা আকারে উল্লেখ করে দিয়েছি।

  • Anxio ঔষধটির দাম হচ্ছে – 5 tk
  • Anxopam ঔষধটির দাম হচ্ছে – 4.50 tk
  • Bromazep ঔষধটির দাম হচ্ছে – 4.50 tk
  • Bopam ঔষধটির দাম হচ্ছে – 4.50 tk
  • Broze ঔষধটির দাম হচ্ছে – 5 tk
  • Laxyl ঔষধটির দাম হচ্ছে – 5 tk
  • Norry ঔষধটির দাম হচ্ছে – 4.50 tk
  • Lexnil ঔষধটির দাম হচ্ছে – 4.50 tk
  • Lexopil ঔষধটির দাম হচ্ছে – 4.50 tk
  • Tenapam ঔষধটির দাম হচ্ছে – 5 tk
  • Tarbo ঔষধটির দাম হচ্ছে – 5 tk
  • Zepam ঔষধটির দাম হচ্ছে – 5 tk
  • Tenil ঔষধটির দাম হচ্ছে – 5 tk

ঘুমের ঔষধের নাম না জেনে থাকলে এবং ঘুম আসে না জন্য বা বিভিন্ন টেনশন থেকে মুক্তি পেয়ে ঘুমানোর জন্য উপরে উল্লিখিত তালিকার ঔষধগুলো সেবন করতে পারেন। মনে রাখতে হবে, আপনার শরীর অনুযায়ী এসব ঘুমের ঔষধের ডোজ নিতে হবে। আপনার শরীরের জন্য সহনিয় নয় এবং ঔষধ সেবন করলে অসুস্থ হতে পারেন। তাই, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ঘুমের ঔষধ সেবন করবেন।

হাই পাওয়ার ঘুমের ঔষধের নাম কি

অনেকেই হাই পাওয়ার ঘুমের ঔষধের নাম খুঁজে থাকেন। ঘুমের ঔষধ খাওয়ার পরেও ঘুম আসে না এমন অনেকেই আরও বেশি ডোজের ঘুমের ঔষধ খেতে চান। আপনারও ক্ষেত্রেও এমন হলে নিচের তালিকায় উল্লিখিত ঔষধগুলো সেবন করতে পারেন। নিচে হাই পাওয়ার ঘুমের ঔষধের নামের তালিকা দাম সহ উল্লেখ করে দিয়েছি।

ঘুমের ওষুধের নামঘুমের ওষুধের টাইপঘুমের ওষুধের ডোজকোম্পানিঘুমের ওষুধের দাম (পার পিস)
Ancotil💊৩ মিলি গ্রামRangs Pharma৪.০২ টাকা
Anxio💊৩ মিলি গ্রামUniMed UniHealth৪.৫০ টাকা
Anxionil💊৩ মিলি গ্রামNIPRO JMI Pharma৫.০২ টাকা
Anxirel💊৩ মিলি গ্রামNovo Healthcare৪.০১ টাকা
Benzopam💊৩ মিলি গ্রামBenham Pharma৫.০০ টাকা
Bomaz💊৩ মিলি গ্রামSharif Pharma৪.০১ টাকা
Bopam💊৩ মিলি গ্রামOpsonin Pharma৪.৫৪ টাকা
Bromazep💊৩ মিলি গ্রামOrion Pharma৪.০১ টাকা
Bronium💊৩ মিলি গ্রামDoctor’s CWL১.৫০ টাকা
Broze💊৩ মিলি গ্রামBiopharma Lab৫.০২ টাকা
Brozep💊৩ মিলি গ্রামAlco Pharma৫.০০ টাকা
Freten💊৩ মিলি গ্রামDelta Pharma৩.০০ টাকা
Kpam💊৩ মিলি গ্রামKemiko Pharma৪.০১ টাকা
Laten💊৩ মিলি গ্রামSupreme Pharma৩.০০ টাকা
Laxonil💊৩ মিলি গ্রামRephco Pharma৪.০০ টাকা
Laxyl💊৩ মিলি গ্রামSquare Pharma৫.০২ টাকা
Lazonil💊৩ মিলি গ্রামRephco Pharma৩.০০ টাকা
Lexnil💊৩ মিলি গ্রামAsiatic Lab৪.০০ টাকা
Lexopam💊৩ মিলি গ্রামCredence Pharma৪.৫০ টাকা
Lexopil💊৩ মিলি গ্রামHealthcare Pharma৫.০০ টাকা
Lexotanil💊৩ মিলি গ্রামRadiant Pharma৭.০০ টাকা
Mapez💊৩ মিলি গ্রামKumudini Pharma৪.০০ টাকা
Nightus💊৩ মিলি গ্রামBeximco Pharmad৩.০০ টাকা
Norry💊৩ মিলি গ্রামRenata Limited৫.০০ টাকা
Notens💊৩ মিলি গ্রামAristopharma৫.০০ টাকা
Peacepil💊৩ মিলি গ্রামConcord Pharma৫.০০ টাকা
Relaxaid💊৩ মিলি গ্রামLabaid Pharma৫.০০ টাকা
Relaxium💊৩ মিলি গ্রামAmico Lab৪.০০ টাকা
Rem💊৩ মিলি গ্রামAmbee Pharma৩.৫০ টাকা
Restol💊৩ মিলি গ্রামEskayef Pharma৫.০০ টাকা
Siesta💊৩ মিলি গ্রামIncepta Pharma৪.০০ টাকা
Tarbo💊৩ মিলি গ্রামPharmasia Ltd৫.০০ টাকা
Tenapam💊৩ মিলি গ্রামGeneral Pharma৫.০১ টাকা
Tenil💊৩ মিলি গ্রামACME Lab৫.০১ টাকা
Tensfree💊৩ মিলি গ্রামGlobe Pharma৪.৫০ টাকা
Tynaxie💊৩ মিলি গ্রামNavana Pharma৫.০২ টাকা
Xionil💊৩ মিলি গ্রামSANDOZ৫.১০ টাকা
Xiopam💊৩ মিলি গ্রামEuro Pharma৫.০০ টাকা
Zepam💊৩ মিলি গ্রামACI Ltd৫.০২ টাকা
Zerotens💊৩ মিলি গ্রামPopular Pharma৪.০০ টাকা

উপরে উল্লিখিত এই তালিকা থেকে আপনি হাই পাওয়ার ঘুমের ঔষধের নাম এবং ঘুমের ঔষধের দাম কত টাকা বাংলাদেশে জানতে পেরেছেন। এছাড়াও, ঘুমের ঔষধের ডোজ উল্লেখ করে দিয়েছি। ঘুমের ঔষধগুলোর কোম্পানির নামও পেয়ে যাবেন উপরোক্ত এই তালিকায়। আশা করছি, আপনি ঘুমের ঔষধের সকল তথ্য এই টেবিলে পেয়ে গেছেন।

📌 আরো পড়ুন 👇

দ্রুত ঘুমের ঔষধের নাম কি

ক্লোনাজিপাম ঔষধটি দ্রুত ঘুমের ঔষধ নামে পরিচিত। এই ঔষধটি সেবন করলে অনেক দ্রুত ঘুম আসবে। ক্লোনাজিপাম ঔষধটিকে অনেকেই পাগলের ঔষধও বলে থাকেন। কারণ, এই ঔষধটি সেবন করলে মানুষ এক প্রকার জ্ঞান শুন্য হয়ে যায়। দ্রুত ঘুমাতে চাইলে বা কাউকে ঘুম পাড়াতে চাইলে এই ঔষধটি সেবন করতে পারেন। 

সবচেয়ে ভালো ঘুমের ঔষধের নামের তালিকা

সবচেয়ে ভালো ঘুমের ঔষধের নাম এবং সেসব ঔষধের কোম্পানির নাম সহ একটি তালিকা নিচে উল্লেখ করে দিয়েছি। এখানে থেকে ঘুমের ঔষধগুলোর নাম এবং এসব ঔষধের কোম্পানির নাম জানতে পারবেন। অনেকেই কোম্পানির নাম কী এবং কোন কোম্পানির ঘুমের ঔষধের নাম কি এসব জানতে চান। আশা করছি, নিচের তালিকাটি আপনার কাজে আসবে। 

  1. Arotril ঔষধের কোম্পানির নাম Aristopharma
  2. Xetril ঔষধের কোম্পানির নাম Beximco
  3. Rivotril ঔষধের কোম্পানির নাম Roche
  4. Rivo ঔষধের কোম্পানির নাম Orion
  5. Pase ঔষধের কোম্পানির নাম Opsonin
  6. Leptic ঔষধের কোম্পানির নাম Acme
  7. Square ঔষধের কোম্পানির নাম Epitra
  8. Epiclon ঔষধের কোম্পানির নাম General
  9. Disopan ঔষধের কোম্পানির নাম Incepta
  10. Denixil ঔষধের কোম্পানির নাম Reneta
  11. Cloron ঔষধের কোম্পানির নাম SKF
  12. Clonium ঔষধের কোম্পানির নাম ACI
  13. Clonatril ঔষধের কোম্পানির নাম Healthcare
  14. Clonapin ঔষধের কোম্পানির নাম Popular
  15. Clonzy ঔষধের কোম্পানির নাম Pharmasia
  16. Cloma ঔষধের কোম্পানির নাম Biopharma

ঘুমের ঔষধের জেনেরিক নাম

বিভিন্ন ঔষধের নামের পাশাপাশি একটি জেনেরিক নাম থাকে। একই জেনেরিক নামের বিভিন্ন ধরণের ঔষধ থাকে। যেমন প্যারাসিটামল একটি জেনেরিক নাম। কিন্তু, প্যারাসিটামল এর অনেক ঔষধ রয়েছে। এমনই ঘুমের ঔষধের জেনেরিক নাম রয়েছে। জেনেরিক নাম অনুযায়ী উক্ত গ্রুপের অনেক ঘুমের ঔষধ রয়েছে। একটি ঘুমের ঔষধের জেনেরিক নাম জানা থাকলে আপনি উক্ত গ্রুপের যেকোনো ঘুমের ঔষধ সেবন করতে পারেন। 

নিচে ঘুমের ঔষধের জেনেরিক নামের একটি তালিকা উল্লেখ করে দিয়েছি। এই তালিকা থেকে আপনি ঘুমের ঔষধের গ্রুপের নামগুলো জানতে পারবেন। 

  • বুসপিরন
  • ক্লোনাজেপাম
  • ক্লোনিডাইন হাইড্রক্লোরাইড
  • কিটোটিফেন
  • ব্রোমাজেপাম
  • এলপ্রাজোলাম
  • ক্লোবাজাম
  • এমিট্রিপটাইলিন
  • ক্লোরডায়াজেপক্সাইড
  • ক্লোরপোমাজিন হাইড্রক্লোরাইড
  • ডায়াজেপাম

গভীর ঘুমের ঔষধের নাম কি

অনেকেই গভীর ঘুমের ঔষধের নাম খুঁজে থাকেন। এছাড়াও, ঘুমের ঔষধের দাম কত টাকা এটিও জানতে চান অনেকেই। ডায়াজিপাম গ্রুপের ঘুমের ঔষধ সেবন করতে পারেন। অনেকেই এই গ্রুপের ঘুমের ঔষধ সেবন করে থাকেন। পুরো বাংলাদেশে এই গ্রুপের ঘুমের ঔষধের অনেক চাহিদা। এমন আরও কিছু গভীর ঘুমের ঔষধের নামের তালিকা নিচে উল্লেখ করে দিলাম।

ঘুমের ওষুধের নামঘুমের ওষুধের টাইপডোজঘুমের ওষুধের কোম্পানিদাম (পার পিস)
Azepam💊৫ মিলি গ্রামACME Lab০.৬৯
D-Pam💊৫ মিলি গ্রামGeneral Pharma০.৬৮
Diazimet💊৫ মিলি গ্রামMedimet Pharma.০.৫০
EasiumIM/IV Injection১০/২ মিলি গ্রামOpsonin Pharma2 ml ampoule: 3.71
Evalin💊৫ মিলি গ্রামAristopharma০.৬৮
G-Diazepam💊৫ মিলি গ্রামGonoshasthaya Pharma০.৪৯
Orinil💊৫ মিলি গ্রামDoctor’s Chemical Works.০.২১
Pharmapam💊৫ মিলি গ্রামPharmadesh Lab০.২৫
Relaxen💊৫ মিলি গ্রামSonear Lab০.৬৮
Sedapen💊৫ মিলি গ্রামAmico Lab০.৬৯
Sedatab💊৫ মিলি গ্রামSupreme Pharma০.৬৮
Sedil💊৫ মিলি গ্রামSquare Pharma০.৬৯
Seduxen💊৫ মিলি গ্রামAmbee Pharma০.৬৫
Seequil-S💊৫ মিলি গ্রামSeema Pharma০.২১
Tensareal💊৫ মিলি গ্রামIndo Bangla Pharma০.২৫

কড়া ঘুমের ঔষধের নাম খুঁজে থাকলে আপনি এসব ঔষধ সেবন করতে পারেন। এই ঔষধগুলো সেবন করলে অনেক দ্রুত ঘুম চলে আসবে। তবে, কত ডোজের ঔষধ খাওয়া উচিত এবং আপনার শরীরের জন্য ঠিক হবে এটি ডাক্তারের থেকে পরামর্শ নেয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া একা একা কোন ঔষধ সেবন করলে অসুস্থ হয়ে যেতে পারেন।

ঘুমের ঔষধের নাম জানতে হবে কেন?

অনিদ্রার কারণে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন। আপনিও যদি অনিদ্রা সমস্যায় ভুগে থাকেন, তবে অবশ্যই ঘুমের ঔষধের নাম জানতে হবে। অনেকেই ডিপ্রেশন এ পড়ে ঘুমাতে চায় এবং ঘুমের ঔষধের নাম জানতে চায়। আবার কেউ বিভিন্ন অসুখ হওয়ার কারণে ঘুমাতে চান। একেকজন মানুষের ঘুমের চাহিদার রয়েছে একেক কারণ।

📌 আরো পড়ুন 👇

তাই, সবার জন্য ঘুমের ঔষধের এক ডোজ নয়। ঘুমের ঔষধের নাম এবং ডোজ জানা থাকলে আপনি ফার্মেসী গিয়ে ঔষধ কিনে সেবন করতে পারবেন। আমি ইতোমধ্যে অনেকগুলো ঘুমের ঔষধের নামের তালিকা ও ঘুমের ঔষধের দাম বাংলাদেশে কত টাকা তা উল্লেখ করে দিয়েছি। এসব তালিকা থেকে ঘুমের ঔষধগুলোর নাম জেনে ক্রয় করতে পারবেন।

তবে, ঘুমের ঔষধ সেবন করার পূর্বে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া ঘুমের ঔষধ সেবন করার কারণে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন।

বিশেষ দ্রষ্টব্য : এই পোস্টে উল্লিখিত ঘুমের ঔষধের নামের তালিকা থেকে নামগুলো দেখে যেকোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া ক্রয় করার পর তা সেবন করে যেকোনো সমস্যা হলে লেখক বা ওয়েবসাইটের মালিক কোনোভাবে দায়বদ্ধ থাকবে না।

শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে ঘুমের ঔষধের নাম কি এবং ঘুমের ঔষধের দাম কত টাকা তা নিয়ে আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকলে বিভিন্ন ডোজের ঘুমের ঔষধের নাম, কড়া ঘুমের ঔষধের নাম, পাওয়ার ফুল ঘুমের ঔষধের নাম এবং নরমাল ঘুমের ঔষধের নাম শেয়ার করেছি। এসব ঔষধ সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে নিচে উল্লিখিত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলীগুলো দেখতে পারেন। এতক্ষন প্রযুক্তির বাংলা ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

নরমাল ঘুমের ঔষধের নাম কি?

Felfresh, Pase-2, Sedil, Laxyl, Epinal, Milam 7.5, Disopan 2 এগুলো হচ্ছে নরমাল ঘুমের ঔষধ। ঘুম না আসলে এসব ঔষধ সেবন করতে পারেন। 

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম কি?

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম হচ্ছে ডায়াজিপাম। ডায়াজিপাম গ্রুপের সব ধরণের ঘুমের ঔষধ সেবন করতে পারেন। 

তীব্র ঘুমের ঔষধের নাম কি?

ডায়াজিপাম গ্রুপের ঘুমের ঔষধগুলো তীব্র ঘুমের ঔষধ বলে পরিচিত। এই ঔষধ সেবন করলে অতি দ্রুত ঘুম এসে যায়। যাদের ঘুমের সমস্যা রয়েছে, ডাক্তাররা তাদেরকে এই গ্রুপের ঔষধ সেবন করতে বলে থাকেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Comment