সেরা ১০ টি গ্রামে ব্যবসার আইডিয়া

5/5 - (1 vote)

অল্প টাকার মাঝে গ্রামে ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে চাচ্ছেন? যেসব ব্যবসা করতে পারবেন কোনো রিস্ক ছাড়াই? আজকের এই পোস্টে আপনাদের সাথে সেরা ১০ টি গ্রামে ব্যবসার আইডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এসব ব্যবসা করে অতি দ্রুত সময়ে ব্যবসায় সফল হতে পারবেন এবং অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন।

চাকুরির জন্য ছুটতে ছুটতে অনেকেই পায়ের জুতা ক্ষয় করে ফেলছেন, কিন্তু চাকুরি মিলছে না। এমন অনেকেই উদ্যোক্তা হয়ে গ্রামে ব্যবসা শুরু করেছেন এমন এখন তারা সফল ব্যবসায়ী। আপনারও যদি ব্যবসা করে সফল হওয়ার ইচ্ছে থাকে, তবে এই পোস্টে যেসব সেরা ব্যবসার আইডিয়াগুলো শেয়ার করবো, সেগুলো থেকে যেকোনো একটি করতে পারেন। তো চলুন, জেনে নেয়া যাক সেরা ১০ টি গ্রামের ব্যবসার আইডিয়াগুলো কি কি।

সেরা ১০ টি গ্রামে ব্যবসার আইডিয়া

গ্রামে ব্যবসার আইডিয়া

অনেকেই ব্যবসা শুরু করতে চান, কিন্তু আইডিয়া খুঁজে না পাওয়ার কারণে ব্যবসা শুরু করা হয় না। গতানুগতিক অনেক ব্যবসায় রয়েছে, কিন্তু অনেকেই এগুলো করতে চান না। তাই, সবাই নতুন ব্যবসার আইডিয়া খুঁজেন। এজন্য, আপনাদের জন্য নতুন ১০ টি গ্রামে ব্যবসার আইডিয়ার তালিকা করেছি। নিচে এই ব্যবসাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

১. সাইকেল ও মোটরসাইকেল মেরামত

আপনি হয়তো লক্ষ্য করেছেন যে, গ্রামাঞ্চলে সাইকেল এবং মোটরসাইকেল মেরামত এর দোকান অনেক কম। এজন্য, যদি কখনো সাইকেল বা মোটরসাইকেল নষ্ট হয়, অনেকেই বিপদে পড়ে যান। আপনি যদি মেরামতের কাজ শিখে একটি দোকান দেন, তবে প্রতিদিন সাইকেল এবং মোটরসাইকেল মেরামত করে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন।

📌 আরো পড়ুন 👇

সাইকেল এবং মোটরসাইকেল মেরামত এর পাশাপাশি রিকশা এবং ভ্যানগাড়ি মেরামত করতে পারেন। এতে করে আপনি বেশি পরিমাণে গ্রাহক পাবেন। ফলে, প্রতিদিন বেশি টাকা উপার্জন করতে পারবেন। গ্রামে ব্যবসার আইডিয়াগুলোর মাঝে এটি সবথেকে ইউনিক একটি আইডিয়া।

২. ফুলের ব্যবসা

গ্রামাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ফুল চাষের জন্য উপযোগী। আপনি যদি লাভজনক ব্যবসায় আইডিয়া খুঁজে থাকেন, অবে ফুলের ব্যবসা করতে পারেন। গ্রামে লাভজনক ব্যবসায় আইডিয়াগুলোর মাঝে সবথেকে বেশি সুবিধা হচ্ছ ফুলের ব্যবসায়। ফুলের নার্সারি করে ফুল উৎপাদন করে ফুল গাছ এবং আলাদা করে ফুল বিক্রি করতে পারবেন। অনেকেই একসাথে প্রচুর পরিমাণে ফুল ক্রয় করে থাকেন। তাদের কাছে কিংবা পাইকারি ক্রেতাদের কাছে ফুল বিক্রি করলে ভালো দাম পাবেন।

এছাড়াও, আপনি চাইলে বাজারে বা আশেপাশের দর্শনীয় স্থানগুলোতে ফুলের দোকান গিয়ে আপনার নার্সারি থেকে ফুল নিয়ে বিক্রি করে টাকা আয় করতে পারবেন। ফুলের গাছের অনেক চাহিদা রয়েছে এখন। কারণ, অনেকেই তাদের বাসায় ফুল বাগান করতে চান। কেউ তাদের বাসার বারান্দায় তো কেউ বাসার সামনে ফুলের বাগান করে থাকেন। অনেকেই ফুল দিয়ে ঘর সাজান। তাই, লাভজনক গ্রামে ব্যবসার আইডিয়া খুঁজে থাকলে এই ব্যবসায়টি আপনার জন্য সেরা হতে পারে।

৩.  দুধের ব্যবসা

গরুর দুধের চাহিদা প্রচুর। আপনি যদি গ্রামে একটি খামার দিয়ে গরুর দুধ বিক্রি করা শুরু করেন, তবে গ্রামে এবং শহরে দুধ বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। খাঁটি দুধ পায় না অনেকেই। কারণ, অনেক অসাধু ব্যবসায়ী দুধের সাথে পানি মিশিয়ে থাকেন। আপনি শহরে দুধ সরবরাহ করে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও, অনেক চায়ের দোকানে দুধ ক্রয় করে থাকে। তাদেরকে সাপ্লাই দেয়ার মাধ্যমেও টাকা আয় করতে পারবেন।

গরুর খামার দিলে আপনি যেমন আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন, তেমনি বাড়তি দুধ বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। সফল এবং লাভজনক গ্রামের ব্যবসার আইডিয়াগুলোর মাঝে এই আইডিয়াটি কাজে লাগিয়ে লাভবান হতে পারবেন।

৪. মিস্টির দোকান

গ্রামে মিষ্টি দোকান অনেক কম পরিমাণে রয়েছে। আবার এমনও দেখা যায় যে, কোনো মিষ্টির দোকানই নেই। অনেকেই গ্রামে তাদের আত্মীয়ের বাসা বেড়াতে যান। তখন মিষ্টির দোকান খুঁজে না পেয়ে তারা পড়ে যান বিপাকে। আপনি গ্রামে লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজে থাকলে মিষ্টির দোকান দিতে পারেন। এই ব্যবসায়টি করে প্রতিদিন ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন।

যেহেতু এটি একটি ইউনিক ব্যবসার আইডিয়া, তাই আপনি এই ব্যবসায়টি শুরু করলে অনেক কম প্রতিযোগিতা হবে। মিষ্টির মান ভালো হলে প্রতিনিয়ত আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। গ্রামের সেরা ব্যবসার আইডিয়া খুঁজে থাকলে এই ব্যবসায়টি শুরু করতে পারেন।

৫. ঝাড়ু তৈরির ব্যবসা

গ্রামে ব্যবসা শুরু করতে চাইলে ঝাড়ু তৈরির ব্যবসা শুরু করতে পারেন। গ্রামে কিংবা শহরে, ঝাড়ুর চাহিদা সবখানেই। ঝাড়ু তৈরি করে সেগুলো বিভিন্ন এলাকায় এবং শহরে বিক্রি করতে পারেন। ঝাড়ু বিক্রয় করেই অনেকেই প্রতিনিয়ত প্রচুর টাকা ইনকাম করে থাকেন। ঝাড়ু তৈরির ব্যবসা শুরু করে অল্প সময়ে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন।

অনেক ঝাড়ু ব্যবসায়ী গ্রাম থেকে ঝাড়ু কিনে এনে শহরে বিক্রি করে থাকেন। বেশি পরিমাণে ঝাড়ু উৎপাদন করতে পারলে ঝাড়ু বিক্রি করেই একটি বড় ব্যবসা দাঁড় করাতে পারবেন। সেরা ১০টি গ্রামের ব্যবসার আইডিয়াগুলোর মাঝে এই আইডিয়াটি একদম ইউনিক যা অনেক কম সংখ্যক মানুষ জানে।

৬. মাটির পাত্র তৈরির ব্যবসা

মাটি দিয়ে বিভিন্ন ধরণের পাত্র, খেলনা, বাসার সাজসজ্জার তৈজসপত্র বানাতে পারলে এই ব্যবসায়টি শুরু করতে পারেন। অথবা, এই ধরণের কাজ পারে এমন কাউকে নিয়োগ করে সুন্দর সুন্দর মাটির পাত্র বানিয়ে নিয়ে সেগুলো শহরে বিক্রি করতে পারেন। গ্রামে এবং শহরে উভয় জায়গাতেই এই ধরণের পাত্র এবং সাজসজ্জার জিনিসগুলোর চাহিদা অনেক বেশি। আপনি হয়তো শহরে গেলে দেখে থাকবেন যে, রাস্তার পাসে অনেক জায়গায় মাটির তৈরি জিনিস বিক্রয় করা হচ্ছে।

📌 আরো পড়ুন 👇

এই ধরণের দোকান দিয়ে আপনিও মাটির পাত্রের ব্যবসা শুরু করতে পারেন। গ্রামের সেরা ব্যবসার আইডিয়াগুলোর মাঝে এই ব্যবসায় আইডিয়াটি কাজে লাগিয়ে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন আপনিও।

৭. বৈদ্যুতিক পণ্যের ব্যবসা

গ্রামাঞ্চলে বৈদ্যুতিক পণ্যের দোকান খুব একটা দেখা যায় না। কিন্তু, গ্রামেও বৈদ্যুতিক পণ্যের চাহিদা অনেক। আপনি চাইলে গ্রামের বাজারে একটি ইলেক্ট্রনিক পণ্যের দোকান দিতে পারেন। সব ধরণের ইলেক্ট্রনিক পণ্য বিক্রি করলে গ্রাহক পাবেন বেশি। এই ধরণের ব্যবসায় গ্রামের দিকে প্রতিযোগিতা কম থাকে। তাই, ব্যবসায় শুরু করে অল্প সময়ের মাঝেই মুনাফা অর্জন করতে পারবেন।

ইলেক্ট্রনিক বাল্ব, ফ্যান, সুইচ, হোল্ডার সহ আরও অনেক কিছু বিক্রয় করতে পারবেন এই দোকান দিলে। প্রতিনিয়ত পণ্য বিক্রয় করে এই ব্যবসায়টি থেকে ভালো পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন।

৮. মুরগি পালন ব্যবসা

বাসায় মুরগি পালন ব্যবসা শুরু করে ধীরে ধীরে একটি বড় খামারে রুপান্তর করতে পারবেন। অনেকেই গ্রামে ব্যবসার আইডিয়া খুঁজে থাকেন, তার চাইলে গ্রামের বাসায় ব্রয়লার মুরগি অথবা দেশি মুরগি পালন শুরু করতে পারেন। মুরগি পালন ব্যবসায় সফল হতে পারলে অল্প সময়েই ভালো পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব। আপনি যদি ব্রয়লার মুরগির ব্যবসা শুরু করেন তবে, দুইভাবে এই ব্যবসাটি করতে পারবেন।

এক হচ্ছে, আপনি নিজে খামার দিয়ে ব্যবসা করতে পারবেন, দুই হচ্ছে খামার থেকে মুরগি কিনে এনে বিক্রয় করা। তবে, মুরগি পালন ব্যবসায় সবথেকে বেশি লাভ করতে পারবেন। ব্রয়লার মুরগি বাচ্চা থেকে ৪৫ দিনে ৪ কেজি অব্দি হয়ে থাকে। এই ব্যবসায় করলে অল্প সময়ে অধিক টাকা উপার্জন করতে পারবেন। এছাড়াও, বাসায় দেশি মুরগি পালন করে বিনা রিস্কে ব্যবসায় করতে পারেন। গ্রামে ব্যবসার আইডিয়াগুলোর মাঝে এই ব্যবসায়টি অনেক জনপ্রিয়তা লাভ করছে।

৯. টেলিকম ও মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসা

আপনার গ্রামের এলাকায় একটি টেলিকম দোকান বা মোবাইল ব্যাংকিং এজেন্ট দোকান দিয়ে প্রতিদিন মোবাইল নাম্বারে রিচার্জ করে এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর মাধ্যমে টাকা ক্যাশ আউট করে দিয়ে কমিশন নিতে পারবেন। বাজারে অনেক দোকানে দেখবেন মোবাইলে রিচার্জ করার জন্য ১ টাকা বেশি নিয়ে থাকে। তারা কিন্তু কোম্পানি থেকে আলাদা করে কমিশন পেয়ে থাকে প্রতি হাজার টাকা রিচার্জ করার জন্য।

এছাড়াও, মোবাইল ব্যাংকিং এজেন্ট হওয়ার মাধ্যমেও তারা এসব মোবাইল ব্যাংকিং কোম্পানি হতে টাকা কমিশন পেয়ে থাকেন। আপনি চাইলে এই ব্যবসায়টি শুরু করে টাকা উপার্জন করতে পারবেন। সেরা ১০ টি গ্রামে ব্যবসার আইডিয়াগুলোর মাঝে এই আইডিয়াটি কাজে লাগিয়ে অনেকেই টাকা উপার্জন করছেন।

১০. পাটের ব্যাগ তৈরির ব্যবসা

পলিথিন এবং প্লাস্টিক সব জায়গায় নিষিদ্ধ করে দেয়ার কারণে এখন পাটের তৈরি ব্যাগের চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে। আপনি চাইলে পাট দিয়ে ব্যাগ তৈরি করে বিক্রয় শুরু করতে পারেন। শহরে এখন এই ধরণের ব্যাগের অনেক চাহিদা। পাটের ব্যাগ বানাতে পারে এমন কয়েকজনকে দিয়ে ব্যাগ তৈরি করার মাধ্যমে একটি ভালো ব্যবসায় দাঁড় করাতে পারবেন।

📌 আরো পড়ুন 👇

যেহেতু হাতে তৈরি জিনিস, তাই এই ধরণের ব্যাগগুলো আপনি অনেক ভালো দামে বিক্রয় করতে পারবেন। একটি পাটের তৈরি ব্যাগ কয়েক হাজার টাকা অব্দি বিক্রয় হয়ে থাকে। গ্রামে পাট পাওয়া যায় পাটের সিজনে। তাই, আপনি পাট সংগ্রহ করে সেগুলো দিয়ে গ্রামে এই লাভজনক ব্যবসায়টি শুরু করতে পারেন। অল্প সময়ের মাঝে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।

গ্রামে ব্যবসা সম্পর্কে আমাদের মতামত

আজকের এই পোস্টে আপনাদের সাথে লাভজনক ১০ টি গ্রামে ব্যবসার আইডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকেন তবে সেরা ১০ টি গ্রামে ব্যবসার আইডিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আরও এমন লাভজনক ব্যবসায়ের আইডিয়া জানতে চাইলে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Comment