প্রযুক্তি কি – প্রযুক্তি আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন করছে। বর্তমানে প্রায় সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। বর্তমানে প্রযুক্তি ছাড়া চলা সম্ভব না, আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রযুক্তি।
মোবাইল অথবা কম্পিউটার বর্তমানে আমাদের দৈনন্দিন বিনোদন এর ক্ষেত্রে প্রযুক্তি অনেক বড় ভুমিকা পালন করছে। প্রযুক্তি আমাদের জীবন যাত্রার মান কিভাবে পরিবর্তন করেছে সে সম্পর্কে জানাবো আজকের আর্টিকেলে।
বন্ধুরা, আমাদের আজকের আর্টিকেলে আপনাদের জানাবো – প্রযুক্তি সম্পর্কে সকল কিছু। যদি আপনি প্রযুক্তি সম্পর্কে না জানেন তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য যথেষ্ট হবে।
প্রযুক্তি কি
প্রযুক্তি শব্দটির বাংলা অর্থ হলো – দক্ষতা, শিল্প ও জ্ঞানের মাধ্যমে তৈরি কৌশল যা মানুষের জীবন মান কে অগ্রগতি এর দিকে ধাবিত করে।
প্রযুক্তি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো – Technology. গ্রীক শব্দ Techne যার অর্থ হাতের দক্ষতা, আর্ট বা কারুশিল্প এবং Logia যার অর্থ সাউন্ড বা শব্দ থেকে Technology শব্দের উদ্ভব। পরবর্তীতে এর বাংলা প্রতিশব্দ
প্রযুক্তি সম্পর্কে জানার পুর্বে আমাদের বুঝতে হবে প্রযুক্তি আসলে কি। প্রযুক্তি হল মানুষের এক আশ্চর্য জ্ঞানের প্রতীক, যার ব্যবহারিক প্রয়োগ এবং আমাদের জীবনকে উন্নত করে। প্রথমে হাতিয়ার এবং দ্বিতীয় সিস্টেম তৈরির শিল্প। এটির পদ্ধতি, ডিভাইস এবং প্রক্রিয়াগুলি সর্বদা বিকশিত। যা আমরা সমস্যার সমাধান করতে, দক্ষতা উন্নত করতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ব্যবহার করি।
প্রযুক্তি আমাদের আকাঙ্খা এবং অর্জনের জন্য সেতু হিসেবে কাজ করে। এটি আমাদের সারা বিশ্ব জুড়ে যোগাযোগ করতে, দূরবর্তী ভূমিতে ভ্রমণ করতে এবং মহাবিশ্বের রহস্যগুলি অনুসন্ধান করতে সাহায্য করে।
এটি সেই জাদু যা আমাদের স্মার্টফোনগুলিকে শক্তি দেয়, যা আমাদেরকে সারা বিশ্বের সাথে সংযুক্ত করে এমন ইন্টারনেট এবং এমন আবিষ্কার যা আমরা কীভাবে কাজ করি, তা শিখায়। এবং নতুন আবিষ্কারে সহায়তার করে।
পরিশেষে বলা যায়, প্রযুক্তি হলো এমন এক ধরনের পদ্ধতি, স্কীল বা টেকনিকের সমষ্টি যা দ্বারা মানুষের প্রয়োজন ও চাহিদা মেটানো যায়। এবং নতুন কিছু আবিষ্কার করা যায়।
প্রযুক্তি কাকে বলে
যে কোনো কাজ কে সহজে অল্প সময়ের মধ্যে করার জন্য বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতার মাধ্যমে সুবিধাজনক উপায় গুলো কে প্রযুক্তি বলা হয়।
আরো পড়ুন 👇
প্রযুক্তির মাধ্যমে আধুনিক পৃথিবীর সব কিছু সুবিধাজনক ভাবে করা যায়। প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট হলো এটা যে কোনো একটি সমস্যার সমাধান করে।
প্রযুক্তি মানে কি
সবচেয়ে সহজ কথা বলতে গেলে প্রযুক্তি মানে হলো – এমন ধরণের বৈজ্ঞানিক চিন্তা যা দিয়ে যে কোনো কাজ কে অনেক বেশি সহজে করা যায়। যেমন – পূর্বে মানুষের যোগাযোগ এর একমাত্র মাধ্যম ছিল টেলিফোন। বর্তমানে মোবাইল ফোনের আবিস্কার মানুষের জীবন কে আগের তুলনায় অনেক বেশি সহজ করে দিয়েছে।
ঠিক এভাবেই আদিম কাল থেকে মানুষের জীবন যাত্রার মান কে পরিবর্তন করেছে বৈজ্ঞানিক চিন্তা ও নানা আবিস্কার। যা আমরা প্রযুক্তি নামে ব্যবহার করে থাকি।
আধুনিক প্রযুক্তি কি
পূর্বের করা প্রযুক্তি গুলোর তুলনায় অধুনিক প্রযুক্তি অনেক বেশি সুবিধাজনক। আধুনিক প্রযুক্তি তে সব ধরণের কাজের জন্য প্রযুক্তির ব্যাবহার করা হয়। যেমন – ইলেকট্রনিকস প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, টেলিকমিউনিকেশন, বায়োটেকনোলজি ইত্যাদি।
এ সকল প্রযুক্তি গুলো নির্ভুল ভাবে কাজ সম্পাদন করতে পারে। অধিক পরিমানে টুলস থাকার কারণে একটা প্রযুক্তি ব্যাবহার করে কয়েকজন মানুষের কাজ করা যায় অতি দ্রুত।
বর্তমানে আধুনিক প্রযুক্তি স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাবহার করা হয়। ফিজিওলজি এর বিভিন্ন টেস্ট এর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি অনেক বেশি ভুমিকা পালণ করে।
আধুনিক প্রযুক্তি তে অনেক ধরণের মেডিকেল টুলস রয়েছে। যার মাধ্যমে বিভিন্ন রোগ সনাক্ত করা ও চিকিৎসা সেবা নির্ভুল ভাবে করা সম্ভব হচ্ছে। ইলেক্ট্রিক যন্ত্রপাতি তে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছে আধুনিক প্রযুক্তি।
প্রযুক্তির উন্নয়ন কিভাবে হয়েছে
আদিম যুগ থেকেই প্রযুক্তির উন্নয়ন হচ্ছে। মানুষ তার প্রয়োজনে বিভিন্ন জিনিস কে বাস্তবে রুপ দিয়েছে। মানুষ সৃষ্টির শুরু থেকেই প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি এর ব্যাবহার শুরু করেছে।
শক্তি হিসেবে মানুষ প্রথমে আগুন ব্যাবহার শুরু করে। জানা যায় যে, মানুষ ১ মিলিয়ন বছর পূর্বেই গৃহ কাজে আগুনের ব্যাবহার শুরু করে। পালাক্রমে আগুন থেকে কাঠ, কয়লা আগুনের জ্বালানি হিসেবে ব্যাবহার শুরু করে।
আরো পড়ুন 👇
ঠিক একই ভাবে পোষাক, চিকিৎসা ইত্যাদি মানুষের মৌলিক সকল চাহিদার ছিল নানা ধরণের সরঞ্জাম। এভাবেই বর্তমান বিশ্বে একই প্রযুক্তি আরো সহজ ভাবে রুপ দেয়া হয়েছে। প্রকৃতি থেকে শক্তির ঊতস নিয়ে বিভিন্ন আবিস্কারক ও বৈজ্ঞানিক চিন্তার মাধ্যমে মানুষ অনেক কিছুই আবিস্কার করছে।
প্রযুক্তির উন্নয়নের ফলে অর্থনীতির সমৃদ্ধির বিকাশ হচ্ছে। মানুষ কঠিন কাজগুলো অনেক সহজে করতে পারছে। যে করতে অনেক লোকের লাগত প্রযুক্তির উন্নয়নের ফলে তা একাই করতে পারছে।
প্রযুক্তির উন্নয়ন একটি ধারাবাহিক মাধ্যম। যার কোনো শেষ নেই। মানুষ সবসময় চিন্তা করে যে কোনো কাজ কে প্রযুক্তির মাধ্যমে আরো সহজ ভাবে করতে। প্রযুক্তির উন্নয়ন এর বিকাশ অসিম।
প্রযুক্তির বিকাশ কেন ঘটে?
মানুষ আরাম-আয়েশে থাকতে পছন্দ করে। আর প্রযুক্তি মানুষের জীবনধারনের পথ সহজ করে দেয়। মূলত মানুষ নিজের প্রয়োজন ও চাহিদা মেটানোর জন্য প্রযুক্তির বিকাশ ঘটিয়ে চলছে।
এছাড়ও যেসব কারণে প্রযুক্তির বিকাশ ঘটে:
- মানুষের প্রয়োজন মেটাতে
- সভ্যতার অগ্রগতির কারণে
- পরিবেশ নিয়ন্ত্রণের জন্য
- বৈজ্ঞানীক জ্ঞান বৃদ্ধির ফলে
প্রযুক্তি কত প্রকার ও কি কি
প্রযুক্তি সাধারণত দুই প্রকার –
১- প্রযুক্তি ও ২- আধুনিক প্রযুক্তি। এছাড়াও প্রযুক্তির ক্ষেত্রে অনুসারে আমরা আমাদের কাজের জন্য অনেক ধরণের প্রযুক্তি ব্যাবহার করে থাকি। নিচে আমরা প্রযুক্তি এর প্রকারভেদ ও কি কি দিলাম –
১. কৃষি প্রযুক্রি বা এগ্রিকালচার টেকনোলজি
কৃষি ক্ষেত্র আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান। কৃষি উৎপাদন যত বেশি হবে আমাদের উন্নতির যাত্রা ততো বেশি দ্রুত হবে। কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যাবহার ফলে খুব অল্প সময়ের মধ্যে অধিক উতপাদন সম্ভব হয়েছে।
প্রযুক্তির মাধ্যমে অনেক জনের কাজ অল্প সময়ে করা যাচ্ছে মেশিন ব্যাবহার করে। বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যাবহার হচ্ছে যেমন – রোবট, তাপমাত্রা পরিমাপক, পোকার দমন ইত্যাদি ক্ষেত্রে।
২. তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি
তথ্য প্রযুক্তি হলো কম্পিউটার ও টেলিযোগাযোগ সিস্টেম ব্যাবহার করে তথু উপাত্ত কে একত্রিত করা। তথ্য বিতরন, সংরক্ষন এর এই প্রক্রিয়া কে তথ্য প্রযুক্তি বলা হয়।
আধুনিক পৃথিবী গঠনে তথ্য প্রযুক্তির ভুমিকা অনন্য। বিশ্ব কে গ্লোবাল ভিলেজে রুপান্তর করছে। বর্তমানে তথ্য প্রযুক্তি শিক্ষা ক্ষেত্রে ও বিনোদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যাবহার করা হয়।
৩. জৈবপ্রযুক্তি বা বায়োটেকনোলজি
জৈবপ্রযুক্তি কৃষি, পরিবেশ এর ভারসাম্য রক্ষা ইত্যাদি তে কাজ করছে। জৈবপ্রযুক্তি বা বায়োটেকনোলজি হলো বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে গঠিত। বায়োটেকনোলজি ব্যাবহার করে আধুনিক পৃথিবী রুপ দিয়েছে।
বিশেষ করে – জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োরেমিডসন, বায়োম্যাটেরিয়ালস, মেডিকেল, কৃষি ইত্যাদি ক্ষেত্রে বিশেষ ভাবে ভুমিকা পালন করছে বায়োটেকনোলজি।
৪. পারমাণবিক প্রযুক্তি বা নিউক্লিয়ার টেকনোলজি
পারমাণবিক প্রযুক্তি বিশেষ ভাবে বিদ্যুৎ উৎপাদন এর ক্ষেত্রে ব্যাবহার করা হয়ে থাকে। এই প্রযুক্তির মাধ্যমে টারবাইনে পানি বাস্প করে অনেক বেশি ভোল্টেজ এর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভভ হয়।
এই প্রযুক্তির অনেক ক্ষেত্রে আছে মহাকাশ গবেশনার ক্ষেত্রেও নিউক্লিয়ার প্রযুক্তি ব্যাবহার করা হয়।
৫. যোগাযোগ প্রযুক্তি বা কম্যুনিকেসন টেকনোলজি
যোগাযোগ প্রযুক্তি মানুষের দূরত্ব কে আরো বেশি কাছে নিয়ে এসেছে। আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে যান্ত্রিক পরিবহন এর মাধ্যমে অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সম্ভব হচ্ছে।
মোবাইল ও ইন্টারনেট ব্যাবহার করে বিশ্বের যে কোনো প্রান্তের কারো সাথে অল্প সময়েই যোগাযোগ স্থাপন করা যায়। যোগাযোগ ব্যাবস্থায় প্রযুক্তি অনেক এগিয়ে নিয়েছে পৃথিবীকে।
৬. ইলেক্ট্রনিকস প্রযুক্তি
ইলেক্ট্রনিক প্রযুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক প্রযুক্তি কে সচল রাখার জন্য। আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে বিশ্বের সকল ফ্যাক্টরি তে ইলেক্ট্রনিকস প্রযুক্তি ব্যাবহার করা হচ্ছে। ইলেক্ট্রনিকস কম্পোনেন্ট গুলো আমাদের সকল ক্ষেত্রে ব্যাবহার হয়। যেমন – মোবাইল, কম্পিউটার, রাডার ইত্যাদি।
৭. চিকিৎসা প্রযুক্তি বা মেডিক্যাল টেকনোলজি
জটিল সব অপারেসন থেকে শুরু করে যে কোনো রোগ নির্নয়ের ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যাবহার হচ্ছে। বর্তমানে – আল্ট্রাসোনো থেকে শুরু করে ওপেন হার্ট সার্জারি তে প্রযুক্তি ব্যাবহার করা হচ্ছে।
মেডিক্যাল এর ক্ষেত্রে বিভিন্ন ধরণের টুলস রয়েছে যা প্রযুক্তি অনেক সহজ ভাবে করে দিয়েছে। শরিরের রোগ নির্নয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যা অল্প সময়ের মধ্যে টেকনোলজি ব্যাবহার করে করা যায়।
৮. যান্ত্রিক প্রযুক্তি বা মেকানিকাল টেকনোলজি
যান্ত্রিক প্রযুক্তি কোনো কিছুর নিয়ন্ত্রন মাত্রা পরিচালনার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। রোবটিক্স, প্লাণ্ট ইত্যাদি ক্ষেত্রে মেকানিকাল টেকনোলজি ব্যাবহার হয়। মেকানিকাল টেকনোলজি ব্যাবহার করে মানুষ এখন পৃথিবী থেকে চাদে অবতরন করেছে।
প্রযুক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা
বর্তমানে আপনি একটা দিন ও কল্পনা ও করতে পারবেন না প্রযুক্তি ছাড়া। আর আপনি যদি ভালোভাবে জীবন যাপন করতে চান তাহলে ব্যাবহার করতে হবে আধুনিক প্রযুক্তি। প্রযুক্তি ব্যবহারের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছ। নিম্নে তা আলোচনা করা হলো:
প্রযুক্তি ব্যবহারের সুবিধা
মানুষ সুবিধা লাভের জন্য এবং পরিশ্রম ও সময় কমানোর জন্য প্রযুক্তির ব্যবহার করে থাকে। নিম্নে প্রযুক্তি ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করা হলো:
- ১ – প্রযুক্তি আমাদের যে কোনো কাজ কে অনেক বেশি সহজ করছে। আপনি যে পেশায় থাকুন বা যে কাজ এই করুন টেকনোলজি দিয়ে ঝামেলাবিহীন ভাবে করা যায়।
- ২ – প্রযুক্তি আমাদের জীবন অনেক বেশি নিরাপদ করেছে পূর্বের তুলনায়। যেমন – আপনার যদি কিছু হারানোর ভয় থাকে আপনি সিসি ক্যামেরা দিয়ে সেফ রাখতে পারেন।
- ৩ – পূর্বে আমাদের কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে মোটা মোটা সব বই তল্লাসি করে তথ্য জোগাড় করতে হতো কিন্তু আধুনি প্রযুক্তি ব্যাবহার করে আপনি কয়েক সেকেন্ডে ইন্টারনেটে সার্চ করে আপনার তথ্য বের করে নিতে পারবেন।
- ৪ – যোগাযোগ ব্যাবস্থা কে অনেক বেশি সহজ হওয়ায় কোনো সমস্যায় সবাইকে জানানো যাচ্ছে। যে কোনো দেশ ভ্রমন অল্প সময়ের ব্যাপার মাত্র।
- ৫ – চিকিৎসা ক্ষেত্রে অনেক কঠিন রোগ নির্নয় ও অপারেসন এর ক্ষেত্রে মানুষের তুলনায় টেকনোলজি অনেক বেশি সুবিধাজনক।
এ ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমরা টেকনোলজি এর উপর নির্ভরশীল। টেকনোলজি এর সুবিধা লিখে শেষ করা যাবে না।
প্রযুক্তি ব্যাবহারের অসুবিধা
সুবিধা যেখানে রয়েছে সেখানে অসুবিধা ও থাকবে। প্রযুক্তি ব্যাবহারের অনেক অসুবিধার দিক ও রয়েছে যা আমরা নিচে দেওয়া হলো –
- ১ – অতিরিক্ত প্রযুক্তি ব্যাবহার এর ফলে আমাদের মানুষিক সমস্যার বৃদ্ধি পেয়েছে।
- ২ – প্রযুক্তি আমাদের কাজ করার মানুষিকতা নস্ট করে দিচ্ছে। পূর্বের তুলনায় মানুষ এখন অনেক বেশি অলস যা আমাদের শরির কে অসুস্থ করে।
- ৩ – নেটওয়ার্ক রেডিয়েশন আমাদের পরিবেশের ভারসাম্য নস্ট করছে।
- ৪ – নিউক্লিয়ার শক্তি উৎপাদন এর ফলে আমাদের পৃথিবী দিন দিন হুমকির মুখে চলে যাচ্ছে।
- ৫ – আধুনিক প্রযুক্তি যেভাবে আগাচ্ছে অদূর ভবিষ্যতে মানুষ চাকরি নিয়ে সমস্যায় ভুগবে।
প্রযুক্তি আমাদের জীবন কে কিভাবে প্রভাবিত করে
প্রযুক্তি আমাদের জীবন কে প্রভাবিত করে। প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে মানুষ দিন দিন প্রযুক্তি নির্ভর হচ্ছে। নিচে আমরা কয়েকয়ি প্রাভাবিত ক্ষেত্রে দিচ্ছি –
কর্মক্ষেত্রে
কাজের ক্ষেত্রে আমরা প্রযুক্তি নির্ভর হচ্ছি সবচেয়ে বেশি। অনেক অনেক কাজ মানুষ এখন কম্পিউটার এর মাধ্যমে করতেই স্বাচ্ছন্দ বোধ করে।
আরো পড়ুন 👇
যেমন ধরুন – কিছু বছর পূর্বেও এনালগ টাইপ রাইটার এর মাধ্যমে কিছু লেখা হতো। যা ছিল অনেক বেশি সময় সাপেক্ষ যা এখন খুব কম সময়ে করা যায়।
যোগাযোগের ক্ষেত্রে
যোগাযোগ ক্ষেত্রে মানুষ অনেক বেশি প্রভাবিত হচ্ছে। পূর্বে মানুষ শুধু মাত্র ভয়েস কলের উপর থাকলেও বর্তমানে ভিডিও কলের প্রতি সবাই আগ্রহ পাচ্ছে।
শিক্ষাক্ষেত্রে
শিক্ষা ক্ষেত্রে এখন আর অনেকেই বই খুজে কোনো তথ্য অনুসন্ধান করে না ইন্টারনেট এর মাধ্যমে সহজেই বের করতেই বেশি আগ্রহী হয়। বর্তমানে ই-বুক বই কেনার সম্ভাবনা ও অনেক হ্রাস করছে।
বিনোদনের ক্ষেত্রে
বিনোদনের ক্ষেত্রেও মানুষ এখন প্রযুক্তিনির্ভর। বিভিন্ন ধরণের ওটিটি, স্ট্রিমিং মানুষ কে ঘরে বসেই বিনোদনের ব্যাবস্থা করে দিচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় কাজে
দৈনন্দিন জীবনে মানুষের সকল ব্যাবহার করা বিষয় গুলোই সব যন্ত্র। যা মানুষ ব্যাবহার করছে ও ব্যাবহারের পদ্ধতি ও ধরণ আরো বেশি সহজ করে নিচ্ছে।
প্রযুক্তি সম্পর্কে কিছু প্রশ্নউত্তর
মানুষ কিভাবে প্রযুক্তির বিকাশ ঘটিয়েছে?
প্রাচীনকাল থেকেই মানুষ নানা প্রযুক্তির বিকাশ ঘটিয়ে আসছে। মানুষের তৈরী প্রথম প্রযুক্তি হলো হাতিয়ার। যেমন: কুড়াল, হাতুড়ি, ছুরি এবং বল্লমের মতো হাতিয়ার তৈরির জন্য পাথর কাটার দক্ষতা তৈরি করেছিল। এটি প্যালিওলিথিক যুগের সূচনা করে, প্রথম সমাজগুলি প্রায় 3.3 মিলিয়ন বছর আগে এই পর্যায়ে প্রবেশ করেছিল।
প্রযুক্তি কি উপকারী না ক্ষতিকর?
প্রযুক্তি মানুষের অর্থনীতির বিকাশ ঘটাতে সাহায্য করে। প্রযুক্তির সুবিধাগুলো একদম অবিশ্বাস্য। এর সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। এটি আপনার ব্যবহারের উপর নির্ভর করে।
কত বছর ধরে প্রযুক্তির পরিবর্তন হয়েছে?
প্রযুক্তি শব্দটির ব্যবহার গত ২০০ বছরে ব্যাপক ভাবে পরিবর্তিত হচ্ছে। যত দিন যাচ্ছে ততই প্রযুক্তির বিকাশ বৃদ্ধি পাচ্ছে।
প্রযুক্তি সম্পর্কে আমাদের মন্তব্য
প্রযুক্তি আমাদের জীবন একদিকে যেমন সহজ করেছে অন্যদিকে মানবজীবনের বড় একটা হুমকি ও হলো এই প্রযুক্তি। আপনি আমি আমরা সকলেই প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি সিমিত ব্যাবহার করার চেষ্টা করুন, প্রযুক্তি যেন আপনাকে অলস না করে দেয়।
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করেছি প্রযুক্তি কি, প্রযুক্তি কত প্রকার ও কি কি, প্রযুক্তির উন্নয়ন কিভাবে হয়েছে, প্রযুক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা ইত্যাদি। এসকল বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করতে পারেন। এতক্ষন প্রযুক্তির বাংলা ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।